আন্তর্জাতিক

ভিক্ষুকের আয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমান (ভিডিও)

ভিক্ষুক। রাস্তার ধারে বসেন পথচারীদের দয়া-দাক্ষিণ্য পাওয়ার আশায়। কিন্তু এই দয়া দাক্ষিণ্যের পরিমাণ শুনলে চোখ কপালে উঠেবে আপনার। ব্রিটেনের উল্ভারহ্যাম্পটনের একজন ভিখারির আয় দেখলে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও চমকে উঠবেন। আয় শুনে প্রধানমন্ত্রীরও যেখানে চমকে ওঠার প্রশ্ন তৈরি হচ্ছে, সে বিষয়টি নিয়ে অবিশ্বাসের জন্ম নিতে পারে আপনার মনে। একজন ভিখারির প্রতি সপ্তাহের আয় আড়াই হাজার পাউন্ড। এ হিসেবে মাসে ১০ হাজার পাউন্ড ঘরে তোলেন তিনি। বছরের হিসেবে তা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রায় সমান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্ষিক আয় ১ লাখ ৩০ হাজার পাউন্ড। যা ক্যামেরনের থেকে মাত্র ১২ হাজার পাউন্ড কম। তবে তার আয়ের সঙ্গে যদি খরচ জুড়ে দেওয়া হয় বার্ষিক আয়ে ক্যামেরনও পেছনে পড়বেন এই ভিখারি।উল্ভারহ্যাম্পটনের পরিবেশ বিভাগের প্রধান স্টিভ ইভানস ডেইলি মেইলকে বলেন, এ ধরনের পেশাদার ভিখারির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এদের গাড়ি-বাড়ি সব আছে। ব্রিটেনের রাস্তায় ঘণ্টায় এই ভিখারিদের আয় প্রায় ৭ ইউরো।চলতি সপ্তাহে উল্ভারহ্যাম্পটনের পরিবেশ বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে প্রতি পাঁচজন ভিখারির মধ্যে মাত্র একজনের বাড়ি-ঘর নেই। অনেকেই লাভজনক পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিচ্ছেন। ভিডিওতে দেখুন ভিক্ষা শেষে বিলাসবহুল স্পোর্টস গাড়ি নিয়ে বাড়ি ফেরা...এসআইএস/আরআইপি