নতুন ব্র্যান্ড শপের উদ্বোধন করেছে সেলফোন নির্মাতা কোম্পানি ওকাপিয়া মোবাইল। শনিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে নতুন এই শপের উদ্বোধন করেন ওকাপিয়ার চেয়ারম্যান সুব্রত দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সুব্রত দাশ বলেন, ওকাপিয়া মোবাইল বাজারে সবসময় মানসম্পন্ন ও অভিনব পণ্য নিয়ে আসছে। ওকাপিয়া মোবাইলের আরো অনেক নতুন ধরনের হ্যান্ডসেট ও ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশজুড়ে, ওকাপিয়া মোবাইলের সাড়ে ৩শ’র বেশি এসআইএস, ৪০টির বেশি ব্র্যান্ড শপ ও ৩৫টির বেশি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে এবং প্রতিষ্ঠানটিতে ৬শ’র বেশি মানুষ কর্মরত রয়েছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন এবং জেনারেল ম্যানেজার কাজি মনজুর আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরএম/এসকেডি/আরআইপি