গণপূর্ত অধিদফতরের (পিডব্লিউডি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তৃতায় গণপূর্ত মন্ত্রী বলেন, দেশের সরকারি অবকাঠামো নির্মাণের প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণপূর্ত অধিদফতর কাজ করে যাচ্ছে। অবকাঠামো নির্মাণের নিরস উপকরণ নিয়ে দিনমান ব্যস্ততার মাঝেও এ ধরনের প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের দাফতরিক কাজের প্রতি উৎসাহ বাড়াবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পিডব্লিউডি এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে জাতীয় ফুটবলে পিডব্লিউডি প্রথম বিভাগে মর্যাদাপূর্ণ অবস্থানে থেকেছে দীর্ঘকাল। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। নিয়মিতভাবে এ ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পিডব্লিউডির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রতিযোগিতার তাদের সন্তান ও পরিবারের অন্য সদস্যদের জন্যও ছিল আয়োজন। মোট ৩৩টি বিষয়ে (ইভেন্ট) চূড়ান্ত পর্বে তিনশতাধিক প্রতিযোগী অংশ নেন।বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. মঈনউদ্দীন আবদুল্লাহ।এসএ/এনএফ/আরআইপি