মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী গ্রামে বিএনপি নেতার বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা আনিসুর রহমানের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আনিসুর রহমানের বড় ভাই মোকলেসুর রহমান তালুকদার বলেন, হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ঘরবাড়ি তছনছ করেছে। পরে ঘর থেকে মূল্যমান জিনিসপত্র নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তারা।
তিনি আরও বলেন, সরকারদলীয় লোকজন ও নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। আমরা এ ঘটনার বিচার চাই।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, একটি বিক্ষোভ মিছিল নিয়ে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে সরে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতার বাড়িতে হামলার ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। যারা হামলা চালিয়েছেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমানসহ চারজনকে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাদের আদালতে সোপর্দ করা হয়। রোববার বিকেলে আদালতের বিচারক আনিসুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই বিএনপির কেন্দ্রীয় এ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম