দেশজুড়ে

চুয়াডাঙ্গায় আগুনে পুড়লো ২০০ বিঘা জমির ভুট্টা-পানবরজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে ২০০ বিঘা জমির ভুট্টা ক্ষেত ও পানের বরজ পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, এতে অন্তত ৫ কোটির টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার খাদেমপুর ইউনিয়নের বানাতখাল মাঠে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিস্তৃত মাঠের পাশে বানাত নামে একটি খাল আছে। সেই বানাত খালে দীর্ঘদিন পানিশূন্য থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বিপাকে পড়তে হয় ফায়ারসার্ভিস কর্মীদের। কৃষকদের পানের বরজে স্থাপন করা সেচ পাম্প থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস।

খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস জোয়াদ্দার বলেন, সকাল সাড়ে ১০ টায় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পান কৃষকরা। মাঠে উপস্থিত কৃষকদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সেন্টু মিয়া জাগো নিউজকে বলেন, দুপুরে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দুটি ইউনিট ও আলমডাঙ্গার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তদন্তে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যাবে।

এসজে/জেআইএম