বিনোদন

অভিনেতা খলিল আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা খলিল আর নেই। আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহে ...... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।অভিনেতা খলিল অনেকদিন ধরেই ফুসফুস, লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন। এর আগে ২০১১ সালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন খলিল।খলিল ৫৪ বছর ধরে প্রায় আটশ’ সিনেমাতে অভিনয় করেছেন। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা খলিল ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল ‘প্রীত না জানে রীত’, ‘সংগম’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘ক্যায়সে কঁহু’,  ‘জংলি ফুল’, ‘আগুন’, ‘পাগলা রাজা’, ‘মিন্টু আমার নাম’, ‘ওয়াদা’ , ‘বিনি সুতার মালা’, ‘বউ কথা কও’, ‘কাজল’।১৯৬৬ সালে এস এম পারভেজ পরিচালিত ‘বেগানা’ সিনেমায় প্রথমবারের মতো খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৬৫ সালে ‘ভাওয়াল সন্ন্যাসী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন খলিল। তিনি ‘সিপাহী’ ও ‘এই ঘর এই সংসার’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছেন।খলিল বেশ ক’টি টিভি নাটকেও অভিনয় করেছেন। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিক সংশপ্তকে মিয়ার বেটা চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হন খলিল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।