বিনোদন

ইংরেজি নববর্ষে নিরবের গেইম

আসছে ইংরেজি নতুন বছরের প্রথম ছবি নিরবের। ২ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘গেইম’ ছবিটি। রয়েল-অনিকের পরিচালনায় এ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা খান।রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবিটির গল্প লিখেছেন জাকারিয়া সৌখিন। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। সবাই তো ভিন্ন বলেন, আমি সত্যিকার অর্থেই ভিন্ন বলেছি। কারণ এ ছবির গল্পের গাঁথুনি অনেক শক্ত। সম্পূর্ণ মৌলিক এ ছবিতে অভিনয় করে আমি তৃপ্ত। পাশাপাশি নতুন হিসেবে অমৃতাও নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছেন। ভালো-মন্দ বিচারের ভার দর্শকের ওপর।’গেল কোরবানির ঈদের আগেই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। নতুন বছরে দর্শকের নতুন কিছু উপহার দিতেই এ অপেক্ষা বলে জানিয়েছেন ছবির প্রযোজক আবদুল মাজেদ মিল্টন। ছবিতে নিরব অমৃতা ছাড়া আরও অভিনয় করেছেন ইরফান খান মাইকেল, সাদেক বাচ্চু, মুকিত জাকারিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ব্যান্ডশিল্পী বিপ্লব।