জাতীয়

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা।

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকায় ফাউন্ডেশন পরিদর্শন করেন।

এসময় তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন।

আরও পড়ুন: ভারতের কাছে বাংলাদেশই প্রথম: প্রণয় ভার্মা

হাইকমিশনার তার বক্তব্যে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন।

তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন।

আরও পড়ুন: ‘পদকের জন্য কখনো কাজ করিনি’

এছাড়া হাইকমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে জানতে শিশুদের উৎসাহিত করেন।

জেডএইচ/জেআইএম