দেশজুড়ে

এবার বৃষ্টি নামলো কিশোরগঞ্জে

টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো কিশোরগঞ্জের বেশ কয়েকটি উপজেলায়। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলার সদর, পাকুন্দিয়া, কটিয়াদী ও নিকলী উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়।

নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুধু নিকলীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ ছিলাম। আজ দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে।’

নিতলী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, নিকলীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এরআগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ময়মনসিংহে বৃষ্টি হয়েছে।

এসআর/এমএস