জাতীয়

সমাবেশস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।এদিকে কোরআনসহ আরো তিনটি ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে এ জনসভা। এর আগে সোমবার সকাল থেকেই বিভিন্নস্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী মাঠে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে।ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।এএসএস/আরএস/পিআর