ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আগামী এক বছরের মধ্যে সব ওয়ার্ডে ১৫ হাজার ডাস্টবিন বসানো হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার পুরান ঢাকার ধোলাইখালের নাসির উদ্দিন সরদার লেনের ফুটপাথ ও রাস্তার উন্নয়ন কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য জানিয়েছেন। এছাড়া রাজধানীকে পরিচ্ছন্ন, সুন্দর ও আলোকিত সবুজ নগরীতে পরিণত করার লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানান সাঈদ খোকন। তিনি বলেন, সকলের প্রিয় এ নগরীকে বাসযোগ্য সুন্দর নগরীতে রূপান্তরে আমাদের সম্মিলিত ও আন্তরিক প্রয়াস অত্যন্ত জরুরি।নগরীর ৩শ` সড়কের জন্য একযোগে শুরু হওয়া উন্নয়ন কার্যক্রম চলাকালে যানবাহনসহ নগরবাসীর চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন দক্ষিণের এ নগর পিতা। এসব কার্যক্রমে নাগরিকদের আন্তরিক সহায়তাও কামনা করেন তিনি। ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে মেয়র উপস্থিত স্থানীয় মুরুব্বীয়ান এবং গণ্যমান্য ব্যক্তিদের উত্থাপিত নানা সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এআর/আরএস/আরআইপি