আন্তর্জাতিক

এক শাড়ি নিয়ে দোকানে দুই নারীর চুলোচুলি, ভিডিও ভাইরাল

শাড়ির দোকানে চলছিল বেচাকেনা। দোকানের মধ্যে নারীদের ভিড়ে তিলধারণের জায়গা পর্যন্ত নেই। এরই মধ্যে একটি শাড়ি নিয়ে রণক্ষেত্রে পরিণত হলো দোকান। একই শাড়ি নিয়ে চুলোচুলি করতে দেখা যায় দুই নারীকে। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর মালেশ্বরমের।

টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিও ‘আরবৈদ্য২০০০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। টুইটে উল্লেখ রয়েছে, দুই নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত একটি ‘মাইসোর সিল্ক’ শাড়ি কেনা নিয়ে।

Mysore silk saree yearly sale @Malleshwaram .. two customers fighting over for a saree.RT pic.twitter.com/4io5fiYay0

— RVAIDYA2000 (@rvaidya2000) April 23, 2023

আরও পড়ুন>অন্য নারীকে বিয়ে, সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ তরুণীর

দোকানে ওই রঙের একটিই ‘মাইসোর সিল্ক’ ছিল। দুই নারীরই নজর ছিল ওই শাড়িতে। প্রথমে শাড়িটি নিয়ে টানাহেঁচড়া করার পর দুজনের মধ্যে রীতিমতো মারপিট লেগে যায়।

ভিডিওতে দেখা যায়, প্রথমে শাড়ি নিয়ে টানাটানি হওয়ার পর একজন অপর জনের ওপর চড়াও হন। ছেড়ে কথা বলেননি দ্বিতীয় নারীও। এরপর দুজনই একে অপরের চুল ধরে টানতে শুরু করেন। একজনের কাপড় ধরেও টানতে থাকেন অন্যজন। এরপর ওই দোকানে উপস্থিত কয়েক জনের মধ্যস্থতায় তাদের লড়াই থামে।

টুইটারে ভাইরাল হওয়ার পর ওই ভিডিওটি নিয়ে অনেক ব্যবহারকারী মজার মজার মন্তব্য করেছেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম