মাদারীপুর জেলাকে অন্যায় ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মারুফুর রশীদ খান।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।
এসময় জেলার ট্রাফিক ব্যবস্থা, বাল্যবিয়ে, চিকিৎসাব্যবস্থা, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মারুফুর রশীদ খান বলেন, ‘আমার অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, তাহলে আমি দুদক ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। জেলাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্তসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখবো। দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের প্রশ্রয় দেওয়া হবে না। মাদারীপুর জেলাকে অন্যায় এবং দুর্নীতিমুক্ত করে ছাড়বো, ইনশা আল্লাহ।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) নজরুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন প্রমুখ।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস