দেশজুড়ে

মায়ের হাত ছেড়ে দৌড় দিতেই মাইক্রোবাসের নিচে শিশু

মাদারীপুরের শিবচরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় ফারজানা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার ফিরোজ মোল্লার মেয়ে। সে বয়াতিকান্দি তালিমুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুরের ভাঙ্গাতে নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মায়ের সঙ্গে বাড়ি থেকে রওয়ানা হয় শিশু ফারজানা। পথে তারা শিবচরের বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এসময় মায়ের হাত থেকে শিশুটির হাত সরে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শিবচরের পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা রুমা বেগম কেঁদে কেঁদে বলেন, ‘দুপুরে ছোট ছেলে রনি ও ফারজানাকে নিয়ে বাবার বাড়ি ভাঙ্গায় যাচ্ছিলাম। পথে সড়ক পার হওয়ার সময় বাম হাতে ছিল রনি ও ডান হাতে ফারজানা। ফারজানা মুহূর্তেই হাত থেকে ছুটে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে। এতে ফারজানা মারা যান। আমার চোখের সামনেই মেয়েটি এভাবে মারা গেলো। আমি এ শোক কীভাবে সইবো?’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এজন্য চালককে আটক করা সম্ভব হয়নি।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস