দেশজুড়ে

শেষ বিকেলে ভৈরবে স্বস্তির বৃষ্টি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শেষ বিকেলে হঠাৎ রাতের অন্ধকার হয়ে নামে স্বস্তির বৃষ্টি। সঙ্গে বজ্রপাতও হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। চারদিক অন্ধকার হয়ে পড়ে। বিকেল নয় যেন গভীর রাত। সঙ্গে বজ্রপাত হয়। সন্ধ্যা ৬টার পর বৃষ্টি নামে। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এ সময় পথচারীসহ সড়কের রিকশাচালকরা স্বস্তির বৃষ্টির শীতল পরশ উপভোগ করেন। কেউ কেউ বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মনের আনন্দ প্রকাশ করে পোস্ট দেন। বৃষ্টির স্থায়িত্ব কম হলেও শহরের পিচঢালা ও গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে।

ভৈরবের সমাজকর্মী আব্দুর রউফ বলেন, রোজার শেষ দিকে এক ঝলক বৃষ্টির দেখা মিলেছিল। কিন্তু তৃপ্তির বৃষ্টির পরশ কেউ উপভোগ করতে পারেননি। আজ আমরা সেই স্বস্তির বৃষ্টির পরশ পেলাম। কয়েকদিন যে পরিমাণ গরম ছিল তাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। আমরা অপেক্ষায় থাকতাম কখন বৃষ্টি হবে। আজ বিকেলে সে অপেক্ষার অবসান হলো।

শিক্ষার্থী সায়েম আহমেদ বলেন, পুরো রোজায় কেটেছে তীব্র তাপপ্রবাহে। এতে শহরবাসীসহ গ্রামের লোকজনও বৃষ্টির জন্য হাহাকার করছিল। আজ সেই বৃষ্টির দেখা মিললো। এখন তাপমাত্রা শীতল হয়ে গেছে।

রাজীবুল হাসান/এসজে/জেআইএম