মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আর এ রায় ভবিষ্যত ইতিহাস পর্যালোচনা ও মূল্যায়ন করবে বলে জানিয়েছেন মীর কাসেমের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।মঙ্গলবার মীর কাসেম আলীর রায় ঘোষণার পর খন্দকার মাহবুব হোসেন তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।রায় সম্পর্কে কোনো মন্তব্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “রায় সম্পর্কে কোনো মন্তব্য নেই। তবে ভবিষ্যত ইতিহাস এ রায় পর্যালোচনা করবে, মূল্যায়ন করবে।” অপর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “রায় নিয়ে সন্তুষ্ট কি না তা কোনো কিছুর উপর নির্ভর করে না।”রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে কি না -এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওনার (মীর কাসেম) ছেলে এখানে উপস্থিত আছেন। রায়ের কপি হাতে পাওয়ার পর তার পরিবারের সঙ্গে কথা বলে রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।জেইউ/আরএস/পিআর