আন্তর্জাতিক

মার্কিন হামলায় ১৫০ জঙ্গি নিহত

সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় ১৫০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার জঙ্গি গোষ্ঠী আল শাবাবের একটি প্রশিক্ষণ শিবিরে ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।ওই হামলা সম্পর্কে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, রাজধানী মোগাদিসু থেকে ১৯৫ কিলোমিটার দূরের রাসো শিবিরকে লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। হামলায় দেড়শ জঙ্গি নিহত হয়েছে। আল শাবাব যোদ্ধাদের ওই শিবিরে প্রশিক্ষণ দেয়া হত। ওই শিবিরে বসেই জঙ্গিরা মার্কিন ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল।টিটিএন/পিআর