দেশজুড়ে

বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১ মে) ভোর ৪টায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে হাওলাদার (৩৫) ও যশোরের কোতোয়ালী থানার বেখুটিয়া সজলপুর এলাকার মো. মিজানের ছেলে সুজন (২৫)। হাওলাদার ট্রাকচালক ও সুজন চালকের সহকারী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় বিকল হয়ে যায়। চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি মেরামত করছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বিকল ট্রাকের নিচে থাকা চালক বশির এবং অপর ট্রাকের চালকের সহকারী সুজন মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। আহত অবস্থায় দুজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জিকেএস