দেশজুড়ে

রাস্তা-ড্রেন সংস্কারের দাবিতে যশোর পৌরসভা ঘেরাও

পানি সরবরাহ নিশ্চিতকরণ, রাস্তা-ড্রেন সংস্কার ও নতুন সড়ক নির্মাণের দাবিতে যশোর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (৩ মে) দুপুরে রাস্তায় নেমে আসে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ মানুষ।

বিক্ষুব্ধরা জানান, পৌরসভা বিল নিলেও নিয়মিত পানি সরবরাহ করছে না। গত মার্চ মাস থেকে ৭ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ। পাশাপাশি চোপদারপাড়া সড়ক, জমাদ্দারপাড়া সড়ক, কবরখানা সড়ক, শহীদ মাহফুজ সড়কসহ সব বাইলেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গত ২১ মার্চ সমস্যা সমাধানে স্মারকলিপি দেওয়া হলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া জিল্লুর রহমান ভিটু বলেন, যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক চোপদারপাড়া। জেলা আনসার-ভিডিপি ক্যাম্প (কার্যালয়), যশোর কলেজ ও যশোর মেডিকেল কলেজে যাতায়াতের জন্য এ সড়কটি গুরুত্বপূর্ণ। মাত্র পৌনে এক কিলোমিটার দীর্ঘ চোপদারপাড়া সড়কে পয়ঃনিষ্কাশনের জন্যও ভালো ব্যবস্থা নেই। দুই যুগের মধ্যে এ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওয়ার্ডে দুটি পানির পাম্প নষ্ট থাকায় দীর্ঘদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আমরা পানি পাচ্ছি না। পানির অভাবে স্থানীয় ওয়ার্ড বাসিন্দারা খুবই কষ্টে আছে।

আরও পড়ুন: যশোরে পৌর মেয়রকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ

চোপদারপাড়ার বাসিন্দা এস এ নাসির শেফার্ড বলেন, সড়কটি সংস্কারের দাবিতে এরআগেও বিক্ষোভ হয়েছে। গেল রমজান মাসে বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি পৌরসভার মেয়রের কাছে দেওয়া হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই।

বেজপাড়া ছায়াবিথি রোডের বাসিন্দা তসলিমুর রহমান বলেন, পৌর শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। সড়কের সঙ্গে পয়ঃনিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা ভাল নেই। জলাবদ্ধতা শহরের আরেকটি বড় সমস্যা। বৃষ্টির পানি জমে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসীমুল বারী অপুর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান বলেন, অনেকগুলো রাস্তা সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

মিলন রহমান/আরএইচ/এএসএম