দেশজুড়ে

গ্যাসের চুলা বিস্ফোরণ : প্রাণ গেল কালু মিয়ার

চাঁদপুরের কচুয়ায় চায়ের দোকানের গ্যাসের চুলা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন কালু মিয়া(৩৪)। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে যান তিনি। মঙ্গলবার দুপুরে তার মরদেহ নিজ বাসভবনে এনে দাফন করা হয়। স্থানীয় শরীফ হোসেন জাগো নিউজকে জানান, চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই বাজারে খোকন মিয়ার চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন কালু মিয়া। দোকানের গ্যাসের চুলাটি দীর্ঘদিন যাবৎ নষ্ট ও জরাজীর্ণ হওয়ায় চুলাটি পরিবর্তনের জন্য বলেন কালু মিয়া। এ বিষয়ে মালিকের সঙ্গে তার ঝগড়াও হয়। বিশেষ করে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে দুই শিশু মৃত্যুর পর চুলা পরিবর্তনের জন্য বেশি জোর দেন তিনি। কিন্তু মালিক তাতে কোনো কর্ণপাত করেনি। অথচ গত ৫ মার্চ বিকেলে ওই চুলা বিস্ফোরিত হয়ে কর্মচারী কালু মিয়া মারাত্মকভাবে দগ্ধ হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর সোমবার রাত ৩টা ৩০মিনিটে তিনি মারা যান। দুপুরে তার মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই মাইকপাড়া সরকার বাড়িতে দাফন করা হয়। ইকরাম চৌধুরী/এআরএ/এমএস