নারী ও শিশু

যতবার নির্বাচন করেছেন ততবারই জিতেছেন রহিছা খাতুন

গাজীপুরের রহিছা খাতুন একজন জনপ্রতিনিধি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্দান গ্রামে। সারা ইউনিয়নে রহিছা খাতুনকে একজন নির্লোভ, সাহসী, পরোপকারী, ত্যাগী ও পরিশ্রমী নারী হিসেবেই সবাই চেনেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যিনি ছুটে চলেন অন্যের উপকারে। নিঃস্বার্থ এ নারী বাড়িয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের একজন ইউপি সদস্য। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা কাজী হারুন অর রশীদ। পরোপকারী চার সন্তানের জননী রহিছা খাতুন ১৯ বছর ধরে জনগণের প্রতিনিধিত্ব করছেন। জনসেবার পাশাপাশি তিনি সন্তানদেরও শিক্ষিত করে তুলেছেন। তার বড় মেয়ে মাস্টার্স পাশ করে একটি কমিউনিটি ক্লিনিকে চাকরি করেন। ছোট মেয়ে ডিগ্রি পাশ করেছেন। বড় ছেলে পশু চিকিৎসক, আর ছোট ছেলে গাজীপুর ডিসি অফিসে চাকরি করেন। সদা হাস্যোজ্জল ও বিনয়ী রহিছা খাতুন মানেই বাড়িয়া ইউনিয়নে গরীব-দুঃখী মানুষের আশ্রয়স্থল। এলাকার সাধারণ নারীরা কোনো সমস্যায় পড়লেই ছুটে আসেন রহিছার কাছে। রহিছা খাতুন জানান, তার কাছে এলাকার সাধারণ মানুষের সেবা করাই প্রধান কাজ। জনসেবা করে তিনি তৃপ্তি পান। দিন-রাত যে কোনো সময় এলাকার কেউ কোনো সমস্যা নিয়ে তার কাছে আসলে তিনি সমস্যা সমাধানের জন্য ছুটে যান। কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে ও হাসপাতালে নিয়ে যান। বিশেষ করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ দরিদ্রদের জন্য যতরকম সাহায্য সহযোগিতা আছে তা তিনি এনে দেয়ার ব্যবস্থা করেন।তিনি জানান, ১৯৯৭ সাল থেকে তিনি মহিলা ইউপি সদস্য ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য হিসেবে নির্বাচন করে আসছেন। প্রতিবারই তিনি এলাকার সাধারণ মানুষের ভোটে জয়লাভ করে নিজকে জনসেবায় নিয়োজিত রাখছেন। তার এলাকার মানুষকে তিনি নিজের পরিবারের সদস্যদের মতোই ভালোবাসেন। তাদের খবর রাখেন, বিপদ আপদে ও সুখে দুঃখে পাশে থাকেন। এলাকার মানুষের সেবা করাই তার প্রধান ব্রত। একজন সফল ও ত্যাগী নারী হিসেবে এলাকায় রয়েছে তার ব্যাপক সুখ্যাতি।                    এফএ/এমএএস/এমএস