দেশজুড়ে

পরীক্ষায় নকল সরবরাহে কলেজছাত্রের কারাদণ্ড, তিন শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কাউসার আলম (২২) নামের এক কলেজছাত্রকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে আরেক পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ মে) সকালে আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া এ আদেশ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) মো. আবদুল মতিন বলেন, পরীক্ষার হলে আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাউসার আলম কৃষি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইর থেকে লগি দিয়ে নকল সরবরাহ করছিল। বিষয়টি হাতেনাতে ধরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন টিপু, কৈশারখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজরুল ইসলাম।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম