জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতালে এখনো কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। একইসঙ্গে নিরাপত্তার বিশেষ দায়িত্বে রাজশাহীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, হরতাল চলাকালে নগরীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। সকালে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন ও অটো রিকশা চলাচল স্বাবাভিক রয়েছে। আরএমপির পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, হরতালে যেকোনো নাশকতা ঠেকাতে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, আর্ম পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নগরীর বিশেষ কিছু স্থানে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নগরীজুড়ে র্যাব ও বিজিবির টহল চলছে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে যুদ্ধাপরাধী মামলায় জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের পক্ষ থেকে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।শাহরিয়ার অনতু/এফএ/পিআর