দেশজুড়ে

উখিয়ায় ধানক্ষেতে মিললো হাত-পা বাঁধা যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ (৩২) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিকেলে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে আছে বলে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট ও মাথায় সাদা টুপি রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস