দেশজুড়ে

মাদারীপুরে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজ মোনায়েম ইসলাম শুভ্রের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১২ মে) সকালে নদীদতে শুভ্রর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত শুভ্র মাদারীপুর শহরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোরে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন, মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত উদ্ধার চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে নদীতে শুভ্রর মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এমএস