চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ড। বুধবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় শহীদ সাটু হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা ইউনিটের কমান্ডার মো. সিরাজুল ইসলাম এক লিখিত বক্তেব্যে এই দাবি করেন। এ সময় সরকারের সম্মানী ভাতাভোগীদের তথ্য যাচাই বাছাইয়ের দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে জেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ শাতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আব্দুলাহ/এফএ/এমএস