গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় এক আসামিকে ১০ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আদালতে আসামি রমজান ওরফে মকবুল কসাইয়ের উপস্থিতিতে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রমজান ওরফে মকবুল কসাই টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে। গাজীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিস উদ্দিন আহমদ জানান, ২০১৩ সালের ১৪ মার্চ নুরুল ইসলাম (৫০) টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজারে যান। এসময় আসামি রমজান ওরফে মকবুল কসাই পূর্ব শত্রুতার জেরে নুরুল ইসলামকে ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রমজান ওরফে মকবুল কসাই দৌঁড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই দিনই নিহতের ছেলে নুরুল আলম বাদি হয়ে রমজান ওরফে মকবুল কসাইয়ের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রমজানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালতে ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ এ রায় দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিস উদ্দিন আহমদ এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. মো. লুৎফর রহমান।আমিনুল ইসলাম/এফএ/এমএস