এবার ফেনী জেলার পরশুরামে তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগে এসব নির্বাচন স্থগিত করা হয়। দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ এসব ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানান ইসির উপ সচিব সামসুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘পরশুরামের সব ইউপি’র ভোট বন্ধ। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত করা হবে। এখানে নতুন তফসিলে ভোট হবে।’ইসির সহকারী সচিব আশফাকুর রহমান বলেন, ‘ভোট বন্ধ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সেই সঙ্গে কী কারণে এমন হলো-তা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব শাহেদুন্নবী চৌধুরী ও এনআইডি উইংয়ের সহকারী পরিচালক আল মামুনের সমন্বয়ে গঠিত এ তদন্ত কমিটিকে অবিলম্বে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এ জেলার ফুলগাজী উপজেলার সব ইউপির ভোট বন্ধের পর পরশুরাম উপজেলার সব ইউপি’র ভোট বন্ধ হল। ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউপি চিথিলা, বক্সমাহমুদ ও মির্জানগরে মনোনয়নপত্র জমার সময় একদিন বাড়ানো হয়েছিল। এরপরও তিন ইউপিরই চেয়ারম্যান পদ, সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি এবং সাধারণ ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।গত বৃহস্পতিবার ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন, তিনটি ইউনিয়নে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।কমিশনের কাছে অভিযোগ রয়েছে, ওই তিন ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা ও ভয়-ভীতি দেখানো হয়েছে।এইচএস/একে/এমএস