দিন বদলে শিশু কিশোরআমরা শিশু আমরা কিশোর নতুন দিনের স্বপ্নে বিভোরবাধা যত উপড়ে ফেলে জীবনটাকে ধরবো মেলেসাগর নদী মরু পাহাড় ডিঙিয়ে যাবো অথই পাথার সোনালী দিনের রঙিন আভায় আনবো নতুন ভোর।মাদকের করাল গ্রাস শিশুর ঘটায় সর্বনাশ মাদককে আমরা না বলবোসমাজটাকে বদলে দেবোনারী পাচার শিশু পাচাররুখে দেবো সব অনাচার অপরাধী কেউ পাবেনা ছাড়ঘোচাবো আঁধার ঘোর।বাল্যবিয়ে শিশুর জন্যবড়ই ক্ষতিকর শহর বন্দর গ্রাম-গঞ্জেজানাই এ খবর বাবা- মাকে সাথে নিয়ে বন্ধ করবো বাল্যবিয়ে আঠারোর আগে বিয়ে নয়তুলবো আওয়াজ জোর।যৌন হয়রানি বন্ধ করতেবখাটেদের হবে রুখতেসাহস নিয়ে পা বাড়াবো চেতনাকে জাগিয়ে দেবোসন্ত্রাসীদের করবো ঘৃণাদুর্নীতিকে সায় দেবোনাসত্যের সাথে সদা চলতেখুলব মনের দোর।করবো সবাই লেখাপড়া লক্ষ্য মোদের জীবন গড়াধনী গরীব নির্বিশেষেথাকবো সবাই সবার পাশে দিনবদলে এগিয়ে যাবোডিজিটাল বাংলা গড়বোবিশ্ব সভায় তাল মেলাতেবাঁধবো নতুন ডোর। বিশেষ শিশুআমরা যারা বিশেষ শিশুবলতে চাই আজ অনেক কিছুবৈরিতাকে হারিয়ে দিয়েপ্রতিবন্ধিতার পাথার পেরিয়েকরবো যে জয় সকল কিছু।মানবোনা বাধা মানবোনাহারবোনা মোরা হারবোনাখেলাধুলা আর নৃত্যগীতেজীবন চলার সকল পথেথাকবোনা আর পরে পিছু।স্নেহ মায়া আদর যতনপরিবারের অটুট বাঁধনবিশেষভাবে যত্ন নিলেএগিয়ে যাবো সবাই মিলেঅসাধ্য নয় মোদের কিছু । বঙ্গবন্ধু শেখ মুজিববঙ্গবন্ধু শেখ মুজিবতুমি জীবন্ত, চির সজীবরক্ত চক্ষুকে করোনিতো ভয়-গেয়েছো শুধু বাংলার জয়অপরাজেয় তুমি শেখ মুজিবজাতির পিতা তুমিই মুজিব।৭ই মার্চে তোমার ভাষণস্বৈরাচারের শাসনে কাঁপনপরাজিত করে পরাধীনতাএনেছো তুমি স্বাধীনতাজাতির বুকে জ্বেলেছো প্রদীপনেতা তুমি শেখ মুজিব।ন্যায়ের পথে সমুন্নতমাথা কখনো করোনি নতবাংলাকে তুমি ভালবেসেবিলিয়ে দিলে নিজেরে হেসেমানবতার মূর্ত প্রতীকপিতা তুমি শেখ মুজিব।লেখক : সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়এইচআর/আরআইপি