বিশ্বকাপ খেলতে উড়াল দেয়ার ঠিক আগে নিজেদের মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের পরীক্ষা করে দিল দক্ষিণ আফ্রিকা। আপাতত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এই পরীক্ষায় অকৃতকার্য প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে গেলেও ভারতের মাটি থেকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গো।ভারত সফরের প্রাক্কালে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের দলে বিশ্বের সেরা কিছু খেলায়াড় রয়েছে। বিশ্বকাপ জয়ের ব্যাপের আমরা আশাবাদী।’অষ্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও সম্প্রতি ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী ফ্যাফ ডু প্লেসিসের দল। কোচ ডোমিঙ্গোর ইতিহাসও খুব একটা হতাশাজনক নয়। ইতিপূর্বে ২০১৪ টি-টোয়েন্টি ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত নেয়ার সুখকর স্মৃতি রয়েছে তার।এবারের বিশ্বকাপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে প্রোটিয়ারা।আরএ/আইএইচএস/আরআইপি