রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেমিক পলাশ ওরফে বাবু (২৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা নিপাকে আটক করা হয়েছে।নিহত পলাশ পাংশা পৌর এলাকার বিষ্ণপুরের আব্দুল করিম এর ছেলে এবং আটক নিপা পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বিলচাপড়া গ্রামের ওবাইদুর রহমানের স্ত্রী।জানা গেছে, পাংশা কলেজ পাড়া এলাকার প্রেমিকা নিপার বাসায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পলাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন আটক নিপার সাথে নিহত পলাশের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারই জেরে এ ঘটনা ঘটেছে।পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বুধবার গভীর রাতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পলাশের মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিপাকে আটক করা হয়েছে। নিপার সাথে পলাশের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, সুরহাতাল রির্পোট শেষে নিশ্চিত করে বলা যাবে কিভাবে পলাশ মারা গেছেরুবেলুর রহমান/এফএ/আরআইপি