লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতির সহকারি প্রেস সচিব মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ওইদিন সকাল ১১টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।এসএ/এএইচ/আরআইপি