সাকিব আল হাসান চোটে। আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আফগানিস্তান। সাকিবকে ছাড়া কি আফগানদের বিপক্ষে কেমন করবে টাইগাররা? বিসিবি পরিচালক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বিশ্বাস, বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই বাংলাদেশ জিতবে।
আজ (রোববার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২৩ সিজন- টু’র উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আকরাম খান।
সাকিব প্রসঙ্গে আকরাম বলেন, ‘প্রথমত সাকিবের কথা বলছি। সে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা ভেরি কনসার্ন। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে। আমার মনে হয়, ও থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়ত। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্টটা ভালো করতে পারি, তাহলে জিতব।’
আফগানদের বিপক্ষে উইকেট কেমন করা উচিত? এই প্রসঙ্গে আকরাম বলেন, ‘উইকেটের ব্যাপার আমরা যে উইকেটে খেলে অভ্যস্ত। কারণ হোমে খেলা। হোমে যে ধরনের উইকেটে খেলি, ওই রকম উইকেটে খেললে অবশ্যই সুবিধা থাকবে।’
কিন্তু বাংলাদেশ তো ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত। আফগানদের বিপক্ষে এমন উইকেট বানালে বুমেরাং হতে পারে। কেননা তাদের দলে রয়েছে বিশ্বমানের বেশ কয়েকজন স্পিনার।
আকরাম খান সেটা মানছেন, তারপরও ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটের পক্ষে তিনি। আকরাম বলেন, ‘ওরা (আফগানিস্তান) সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, আপনার মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট, তো আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরও এটা ডিপেন্ড করছে ক্যাপ্টেন এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।’
এমএমআর/জিকেএস