কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও সুন্দরবন রক্ষায় ঢাকা-সুন্দরবন জনযাত্রার সমর্থনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বাম-প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধার্থ কাজল, সেক্রেটারি সোহাগ, সাংস্কৃতি জোট সভাপতি জোবায়ের টিপু, ছাত্র ফ্রন্ট জাবি শাখা সেক্রেটারি সুস্মিতা মরিয়ম, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সদ্য বিদায়ী সভাপতি তন্ময় ধর প্রমুখ।মানববন্ধন থেকে ‘বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে, সুন্দরবনের বিকল্প নেই,’ সুন্দর বন আমার মা, তাকে রক্ষা করো’সহ রামপালবিরোধী নানা স্লোগান দেয়া হয়। সময় স্বল্পতার কারণে জনযাত্রা গাড়িবহরের নেতাকর্মীরা জাবিতে যাত্রাবিরতি করেননি।হাফিজুর রহমান/এনএফ/পিআর