আইন-আদালত

‘নিখোঁজ’ বিএনপি নেতাকে নিয়ে হাইকোর্টের রুল

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে তুলে নিয়ে গোপন করে রাখার ঘটনা কেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃত্ব বহির্ভূত বা অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ‘নিখোঁজ’ সাজেদুলের পরিবারের রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ রুল জারি কারেন হাইকোর্ট।আদেশে আগামী এক সপ্তোহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), পুলিশের বিভাগীয় মহাপরিদর্শক (এসবি), অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব), অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমিপি) কমিশনার, র‌্যাব-১ এর অধিনায়কসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।রিটে বলা হয়, ঢাকা মহানগর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাজেদুল ইসলাম সুমনকে ২০১৩ সালের ২২ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত তার অবস্থান জানা যায়নি। বিভিন্ন সময় র‌্যাব-পুলিশের কাছে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে রিট আবেদন করেন ‘নিখোঁজ’ এর পরিবার। সুমনকে ওই দিন তুলে নেয়ার আগে র‌্যাবের তিনটি গাড়ি আসে বলে জানান রিটকারীরা।এফএইচ/এসএইচএস/পিআর