শিক্ষা

এমসি কলেজে সংঘর্ষ : তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ

সিলেট এমসি কলেজে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্ত করছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি দল। এর আগে বুধবার সন্ধ্যায় তারা সিলেট আসেন।গত সোমবার দুপুরে এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।তদন্ত কাজে থাকা ছাত্রলীগের প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মশিউর রহমান শরীফ, মো. জাহাঙ্গির আলম, সাকিব হাসান সুইম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাসিম বিল­াহ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম, পরিবেশ সম্পাদক এবিএম হাবিবুল­াহ বিপ্লব, পাঠাগার সম্পাদক ইলিয়াস উদ্দিন। তাদের সঙ্গে রয়েছেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-গণযোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল।ছাত্রলীগ নির্বাহী কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রতিনিধিদলের সদস্যরা এমসি কলেজে গিয়ে অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সঙ্গে সাক্ষাৎ করে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কথা বলেন।বেলা ১টায় প্রতিনিধি দলের সদস্যরা কলেজ থেকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় গিয়ে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন। সন্ধ্যার পর এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের সঙ্গে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন কেন্দ্রীয় নেতারা।দুই দিনের তদন্তকাজ শেষে প্রতিনিধি দল আগামী শনিবার কেন্দ্রে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।এর আগে দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিও বিনিময় হয়। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০জন।এ ঘটনার পর অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। কলেজ ক্যাম্পাসে এ অভিযান চালায়। এসময় চারটি রামদা এবং একটি পাইপসহ দুইজনকে আটক করে পুলিশ।এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।ছামির মাহমুদ/এআরএ/পিআর