দেশজুড়ে

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় তহুরা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তহুরা খাতুন উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দুপুরে তহুরা খাতুন বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম