জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করলো কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় কুয়েতের মিসিলা দূতাবাসের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্নারে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের নেতৃত্বে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দূতাবাসে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান, দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, মিনিস্টার (শ্রম) মো. আবুল হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মো. ইকবাল আকতার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কুয়েতে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন কুয়েতে বাংলাদেশি প্রবাসী শিল্পীরা।
সাদেক রিপন/এসএনআর/এমএস