স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচনেই শুধু নয় আগামী ২০২৪ সালের নির্বাচনেও বর্তমান সরকার জয়ী হয়ে ক্ষমতায় আসবেন। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে বলেই ভোটাররা এই সরকারের প্রতি আস্থাশীল হয়ে বার বার নির্বাচিত করবে। মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের কোন উন্নয়ন না করে নিজেদের আখের গুছিয়েছে বলেই দেশ সামনের দিকে না গিয়ে আরও পেছনের দিকে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই ধ্বংসস্তুপ থেকে দেশকে গোছানোর কাজ শুরু করেন। মাত্র কয়েক বছরের মধ্যে দেশকে এমন একটি স্থানে নিয়ে গেছেন, যেখান থেকে মধ্যম আয় পরবর্তীতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। যা এখন সময়ের ব্যাপার মাত্র। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই মানুষ ২০১৯ সালে ও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারকে ভোট দেবে। জেলা সিভিল সার্জন ডা. সাদেকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান লায়লা আঞ্জুমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, জেলা প্রশাসক বিলাল হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি শাহীন হাসান, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল ইসলাম, সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ। উল্লেখ্য, এই চক্ষু শিবিরে দুই দিনব্যাপি প্রায় কয়েক হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রায় ৬শ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। শিবিরটি পরিচালনা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে প্রায় ৫০ জনের একটি মেডিকেল টিম কাজ করছে। ন্যাশনাল আই কেয়ার ও জাতীয় চক্ষু ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে এই শিবির পরিচালনা করা হচ্ছে। বাদল ভৌমিক/এসএস/পিআর