খেলাধুলা

ধর্মশালায় আবারও বৃষ্টি

পৌনে ১০টায় খেলা শুরু হয়েছিল। ব্যাটসম্যানরা দুর্দান্ত সূচনাও এনে দিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু দুর্ভাগ্য, আবারও বৃষ্টি হানা দিয়েছে ধর্মশালায়। ৮ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নামে হিমাচল প্রদেশ স্টেডিয়ামে। যদিও বৃষ্টিটা মুষলধারে নয়, হালকা। এই ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে বাংলাদেশ। ২৬ বলে ৪৭ রান করেছেন তামিম ইকবাল। ২০ রান করেছেন সৌম্য সরকার।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করে বাংলাদেশ। প্রথম ওভার থেকে দু ওপেনার মিলে নিয়েছিলেন মাত্র ৪ রান। এ ওভারের ৪র্থ বলেই বড় বাঁচা বেঁচেছিলেন সৌম্য সরকার। আকাশে ক্যাচ তুলে দিয়েছিলেন। মিড উইকেটে ম্যাকব্রাইন হাতে নিলেও তালুবন্ধী করে রাখতে পারেননি। ফলে বেঁচে গেলেন সৌম্য। দ্বিতীয় ওভারেই পিটুনি শুরু। তামিম আর সৌম্য মিলে নিলেন এ ওভার থেকে ১৬ রান। তৃতীয় ওভারেও তামিম ইকবাল অ্যান্ড শো। পর পর দুই বল করলেন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি ছাড়া। এভাবেই শুরু হয়েছে আইরিশ বোলারদের ওপর বাংলাদেশের দুই ওপেনারের তাণ্ডব। উইলিয়াম পোর্টারফিল্ডদের ওপর সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন তামিম ইকবালই।৪.৪ ওভারেই ৬১ রানের জুটি গড়ে ফেলেন সৌম্য আর তামিম। অবশেষে ১৩ বলে ২০ রান করে আউট হন সৌম্য সরকার। ৮ম ওভারের শেষ বলে আউট হন তামিম ইকবাল। ২৬ বলে ৩টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি। এরপরই নামে বৃষ্টি।আইএইচএস/আরএস