ক্রিকেটতীর্থ লর্ডসে একমাত্র টেস্টে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। ম্যাচে টসভাগ্য সহায় হয়েচে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের।
Advertisement
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। অর্থাৎ আইরিশরা প্রথমে ব্যাট করবে।
ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে জশ টাঙের। আয়ারল্যান্ড একাদশে অভিষিক্ত হয়েছেন ফিয়ন হ্যান্ড।
ইংল্যান্ড একাদশজ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জশ টাঙ, ম্যাট পটস।
Advertisement
আয়ারল্যান্ড একাদশজেমস ম্যাককালাম, পিজে মুর, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পল স্টারলিং, লরকান টাকার, কুর্তিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক এডায়ার, ফিয়ন হ্যান্ড, গ্রাহাম হুমে।
এমএমআর/এএসএম