আইএসের ফাঁস হওয়া নথিতে তিন প্যারিস হামলাকারীর নাম উঠে এসেছে। জার্মানির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বাতাক্লন থিয়েটারে ইগলস অফ দ্য ডেথের একটি কনসার্ট চলাকালে হামলা চালানো হয়েছিল। ওই হামলার সঙ্গে জড়িত সামি আমিমুর, ফাউয়েদ মোহাম্মেদ - আজ্জাদ এবং ওমার ইসমাইল মোস্তেফাইয়ের নাম রয়েছে আইএসের ফাঁস হওয়া নথিতে। ওই হামলায় ৯০ জন প্রাণ হারায়। ৪০টি দেশের প্রায় ২২ হাজার সদস্যের পরিচয় সম্বলিত ওই নথি জার্মানি ও ব্রিটেনের বেশ কিছু গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে ওই সদস্যদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য উঠে এসেছে।ওই নথিগুলো সঠিক কীনা তা যাচাই বাছাই করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, ওই তিন হামলাকারী ২০১৩-২০১৪ সালের দিকে আইএসে যোগ দিয়েছে। টিটিএন/এমএস