কুমিল্লায় ট্রাক্টর চালকের এক ঘুষিতেই আরিফুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক আরিফুল ইসলাম জেলার বরুড়া উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড চৌমুহনী এলাকায় রাস্তায় রাখা ট্রাক্টর ও অটোরিকশাকে কেন্দ্র করে ট্রাক্টর চালক আবুল হোসেন ও অটোরিকশার চালক আরিফুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আবুল হোসেন উত্তেজিত হয়ে আরিফুল ইসলামকে ঘুষি মারলে আরিফ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ ট্রাক্টর চালক আবুল হোসেনকে (৪৫) আটক করেছে। আবুল সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, ট্রাক্টর চালকের এক ঘুষিতেই অটোরিকশা চালক আরিফ ঘটনাস্থলে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় ট্রাক্টর চালক আবুলকে আটক করা হয়েছে।কামাল উদ্দিন/এফএ/এবিএস