টানা ২২ ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
Advertisement
শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার (২ জুন) রাত ১১টার দিকে এ রুটে সবধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ইকবাল হোসেন বলেন, শনিবার রাত ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। নরসিংহপুর ফেরিঘাট থেকে রাত ১০ টায় ফেরি কুমারী ৪টি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে চাঁদপুর হরিণাঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের বালারবাজার অংশের বেইলি ব্রিজ মেরামতের জন্য টানা ৩০ ঘণ্টা মহাসড়ক বন্ধের ঘোষণা দিয়েছিল ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কর্তৃপক্ষ। পরে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
তিনি বলেন, দীর্ঘ ২২ ঘণ্টা পরে শরীয়তপুরে চাঁদপুর মহাসড়কের বালার বাজার বেইলি ব্রিজের মেরামত কাজ শেষ হয়েছে। অন্যদিকে, চাঁদপুর হরিণাঘাটে ২০টি ট্রাক অপেক্ষমাণ আছে ও শরীয়তপুর প্রান্তে কোনো গাড়ির চাপ নেই বলে জানা গেছে।
Advertisement
এমএএইচ/আরএইচ