খেলাধুলা

বিশ্বকাপে নজর কাড়বেন যে পাঁচ বোলার

ব্যাটসম্যানদের ধুম ধাড়াক্কা ব্যাটিংয়ের কারণে অনেক সময়ই টি-টোয়েন্টিতে পর্দার আড়ালে থেকে যান বোলাররা; কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব দেখা পাচ্ছে নতুন উদীয়মান কয়েকজন বোলারদের। অন্য সবার থেকে ভারতের অশ্বিন, রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, পাকিস্তানের মোহাম্মদ আমির এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দিকেই নজর বেশি থাকবে ক্রিকেটপ্রেমীদের। জাগো নিউজের পাঠকদের সামনে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে এই উদীয়মান বোলারদের।মুস্তাফিজুর রহমানওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বিশ্ব মিডিয়ার আলোচনার বিষয়বস্তু মুস্তাফিজের কাটার। কোন গবেষণাতেই ব্যাটসম্যানরা রপ্ত করতে পারছেন না মুস্তাফিজুর রহমানের ডেলিভারিগুলোকে। ইতোমধ্যে পিএসএলের মত আসরে সুযোগ পেলেও ইনজুরির কারণে সেখানে খেলতে যাওয়া হয়নি। আইপিএলের মত মেগা আসরেও সুযোগ পেয়ে গেছেন মুস্তাফিজ। স্বভাবতই তাক দেখে খেলার চেষ্টা করবে ব্যাটসম্যানরা। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুস্তাফিজ। আশা করা যাচ্ছে, সুপার টেনে সুস্থ হয়ে মাঠে নামবেন এই বাঁ হাতি পেসার।কাগিসো রাবাদাভারতের মাটিতে কয়েকদিন আগে খেলে গেছেন ২০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই পেস বোলার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালণ করেন তিনি। টি-টোয়েন্টিতেও বেশ কার্যকরী। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেরা উইকেট সংগ্রহকারী বোলার হলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের জন্য বোলিং বিভাগে ডেল স্টেইনের পাশাপাশি তার দিকেও তাকিয়ে থাকবে প্রোটিয়ারা। মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে দীর্ঘ পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে যেন আরো বিধ্বংসী রূপে নিজেকে মেলে ধরেছেন ২৩বছর এই বয়সী বাঁ-হাতি পেসার। এশিয়া কাপে অসাধারণ বোলিং করে সবার নজর কেড়েছেন আবারো। এছাড়া পিএসএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তার বোলিং দেখে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখতে বাধ্য হয়েছে। এবারের বিশ্বকাপে সবার নজর যে তার দিকেই বেশি থাকবে, সেটা বলেই বাহুল্য।  রবিচন্দ্রন অশ্বিনপ্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ভারত। আর সে কারণেই রবিচন্দ্র অশ্বিনের দিকে একটু আলাদা নজর থাকবে সবার। ঘরের মাঠে বরাবরই ভয়ংকর অশ্বিন। এবারের এশিয়া কাপেও ভারতকে শিরোপা জিততে সহায়তা করেছেন তিনি। টি-টোয়েন্টির সময়ের এক নাম্বার বোলারও তিনি। ভারতীয়রা তাকে ঘিরেই যে বোলিং কৌশল সাজাবে এটাতে কোন সন্দেহ নেই।রবীন্দ্র জাদেজাভারতের মাটিতে খেলা বলেই বোলারদের তালিকায় রবীন্দ্র জাদেজাকে রাখাই যায়। বিশেষ করে স্পিনিং উইকেটে জাদেজা কতটা ভয়ংকর সেটা গত কয়েকমাস আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই প্রমাণ করেছেন তিনি। অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে তার বোলিংয়েই সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। সুতরাং, ঘরের মাঠ থেকে বিশ্বকাপ জিততে জাদেজাই হয়ে উঠবেন ধোনির তুরুপের তাস। আরআর/আইএইচএস/আরআইপি