সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্য নিহত হয়েছে। তারা আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য ঘোষণা করেছিল। নিহত ওই ছয় জঙ্গি এ বছরের ফেব্রুয়ারিতে বদর হামিদি আল রাশিদি নামে এক সৌদি সেনাকে গুলি করে হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ডের ভিডিও পরে অনলাইনে পোস্ট করেছিল তারা। বদর সৌদির বিশেষ জরুরি বাহিনীর সদস্য হিসেবে কাসিম অঞ্চলে কর্মরত ছিলেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জঙ্গিরা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি করলে জঙ্গিরা সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছে। টিটিএন/এমএস