নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে এসেছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার মো. নাইম (৪০)। কিন্তু চারবার চেষ্টা করেও ইভিএমে ফিঙ্গার প্রিন্ট না মেলায় ভোট না দিয়েই ফিরে যেতে হলো তাকে।
সোমবার (১২ জুন) সকালে ৫নং ওয়ার্ডের নাগেরচর ঈদগাহ কেন্দ্রে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোগান্তিতে পড়েন তৃতীয় লিঙ্গের নাইম। এদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে ছোটাছুটি করেও সমাধান পাননি। সবশেষ দুপুর আড়াইটায় চতুর্থ বারের মতো চেষ্টা চালিয়েও কাজ হয়নি। প্রত্যেকবারই ভোট দিতে এসে কয়েক দফা ঘষামাজা আর ধোয়ার পর্ব শেষ করেও ইভিএমের সঙ্গে তার পরিচয় মেলেনি। ফলে শেষ পর্যন্ত ভোট না দিয়েই ফিরে যান তিনি।
আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকার এই বাসিন্দা বলেন, আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। স্যারেরা বললেন হাত মুছতে। বারবার হাত মুছছি কিন্তু তারপরও হচ্ছে না। সবমিলিয়ে চারবার চেষ্টা করেছি। ভোট দেওয়ার ভাগ্য হলো না আমার।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান বলেন, আসলে তার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। কয়েকবার চেষ্টা করা হয়েছে তারপরও হচ্ছে না। সবশেষ দুপুরে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করিয়েছিলাম। কিন্তু এ সময় ইভিএম মেশিন হ্যাং হয়ে যায়।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস