লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডপদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ/এমবিএম/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/অর্থনীতি/আইনে স্নাতক/স্নাতকোত্তরবয়স: ৩১ মার্চ ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছরবেতন: ৫০,০০০-৬৬,০০০ টাকা। উল্লেখ্য: প্রবেশনকাল শেষে প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত করা হবে। পদোন্নতির পর ৬৬ হাজার টাকা বেতন দেয়া হবে।আবেদনের নিয়ম: আগ্রহীরা লঙ্কাবাংলা ফাইন্যান্সের ওয়েবসাইট career@lankabangla.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদনপত্র পাঠানো যাবে মানবসম্পদ বিভাগ, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সাফুরা টাওয়ার, লেভেল-১১, ২০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায়। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০১৬সূত্র: প্রথম আলো, ১২ মার্চ ২০১৬এসইউ/এমএস