ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ মনোনীত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার জন্য হত্যার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা। রোববার সকালে জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহির রায়হানকে এ হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জহির। তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।জহির জাগো নিউজকে জানান, সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়াস্থ তার জিটিভির অফিস কক্ষে এসে অজ্ঞাত ৬ যুবক তার মাথায় পিস্তল ঠেকিয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দাখিলকৃত মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিতে বলেন। প্রত্যাহার না করে নিলে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিও দেন দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় জিডি করেছেন জহির।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি