বিনোদন

ডেইজিকে গাড়ি উপহার সালমানের

বলিউডের ভাইজান হিসেবে খ্যাত সালমান খান। প্রিয়জনকে উপহার দিতে কার্পন্য করেন না বলে বেশ সুনাম রয়েছে এই সুপারস্টারের। আর প্রেমিকাদের উপহার দিতে বরাবরই দিলখোলা তিনি। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও বর্তমান প্রেমিকা লুলিয়াকে গাড়ি উপহার দিয়ে তাই প্রমাণ করেছেন। তবে এবার ‘জয় হো’ ছবিতে নিজের সহ অভিনেত্রীন ডেইজি শাহকে একটা দামী গাড়ি উপহার দিলেন এই বলিউড সুলতান।‘হেট স্টোরি থ্রি’ ছবিতে বেশ খোলামেলা চরিত্রে অভিনয় করেন ডেইজি শাহ। আর সে ছবিতে অভিনয়ের জন্যে নাকি সালমানই তাকে উৎসাহ যোগান। দুজনের মাঝে সম্পর্কটাও নাকি বেশ চমৎকার। সেই সম্পর্ককে আরো মজবুত করতেই নাকি সম্প্রতি ডেইজিকে কিনে দিয়েছেন একটি সোয়াঙ্কের বিলাসবহুল গাড়ি। এমন খবরে অবশ্য অনেকেই ভেবেছিলেন আবারো প্রেমিকা বদলাচ্ছেন সালমান। তবে সে সম্ভবনা উড়িয়ে ডেইজি নিজেই বললেন সালমান তার খুবই ভালো বন্ধু। এবং বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই সাহায্য সহযোগিতা করে আগলে রেখেছেন তাকে। সালমান বর্তমানে কাজ করছেন আনুশকা শর্মার সঙ্গে ‘সুলতান’ নামের একটি ছবিতে। এর কাজ শেষ প্রায়। আগামী মাসে ট্রেলার প্রকাশের কথা রয়েছে। আরএএইচ/এলএ/এবিএস